নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের খানপুরে করোনায় আক্রান্ত হয়ে কোহিনুর বেগম নামের এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। ১৫ এপ্রিল রাতে ঢাকার কোর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়।
১৬ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নিহত কোহিনুর বেগমের বয়স ষাটের ও বেশি, তিনি কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি কুয়েত-মৈত্রী হাসপাতালে ভর্তি ছিলেন। বুথবার রাতে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত কোহিনুর বেগম ইতিপুর্বে করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক মিনারা সিকদারের মা বলে জানা যায়। ডা. মিনারা বেগম নগরের খানপুর এলাকার ম্যাজিষ্ট্রেট কলোনির বাসিন্দা।