নিহত

বিআরটিসি বাসের চাপায় রাজীবের পর এবার মৃত্যু পথযাত্রি গৃহকর্মী রোজিনা।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বিআরটিসি বাসের বেপরোয়া গতিতে কলেজ ছাত্র রাজীবের মৃত্যুর পর এবার রাজধানীতে বাসের চাপায় পা হারালেন রোজিনা নামের এক গৃহকর্মী এবং তার আরেকটা পায়ের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবার রাত সাড়ে ১০ দিকে বনানীতে এই নির্মম দুর্ঘটনাটি ঘটে । জনগনের সহোযোগিতায়  সেই ঘাতক বাস (ঢাকা মেট্রো-ব এ-১১-৫৭) আর চালক বনানী থানায় আটক রয়েছে ।  রাত সাড়ে ৯টার দিকে মহাখালী থেকে নিকেতনের যাওয়ার পথে এঘটনা ঘটে । রাস্তা পাড় হওয়ার সময় এয়ারপোর্টের দিকে ছুটে চলা বেপরোয়া গতির একটি বিআরটিসি দোতলা বাস রোজিনাকে চাপা দেয় এবং ঘটনাস্থলই রোজিনার ১ টা পা বিচ্ছিন্ন হয়ে যায় । বাস চালক পালানোর চেষ্টা করলে পথচারীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে । বর্তমানে রোজিনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  । রুজিনার গ্রামের বাড়ী ময়মনসিংহের ধোবাউরার ঘোষগাওয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল-ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জ বাী২৪.কমঃ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে  হটাৎ করে রদবদল করা হয়েছে। একই সাথে জর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে।