নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্ত হয়েছে বাংলাদেশে ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের মা সহ পরিবারের ৪ সদস্য।
গত শুক্রবার করোনা পরীক্ষায় তামিমের বড় ভাই নাফিস ইকবালের করোনা পজেটিভ আসে। এরপর তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করানো হলে তামিমের মা নুসরাত ইকবাল সহ নাফিস ইকবালের সন্তান ও স্ত্রী করোনা পজেটিভ আসে।
করোনা আক্রান্ত হলেও তাদের শুধুমাত্র জ্বর ছাড়া আর কোনা উপসর্গ নেই তাদের। তাই তার নিজ বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহন করছেন।
গত ২০ জুন দুপুরে হটাৎ করেই খবর পাওয়া যায়, বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি করোনায় আক্রান্ত । একই সাথে খবর পাওয়া যায় বাংলাদেশ ক্রিকেট দলের আরেক ক্রিকেটার নাজমুল ইসলাম অপু ও তার মা-বাবা করোনায় আক্রান্ত ।
জ্বর ও সামান্য গলা ব্যাথা ছাড়া আর কোন উপসর্গ না থাকায় মাশরফিও ঢাকায় নিজ নিবাসে থেকে চিকিৎসা নিচ্ছেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
