নারায়ণগঞ্জে বাণী২৪.কমঃ গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রচার হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যু হয়েছে। প্রচারিত সংবাদটি ভুয়া ও ভিত্তিহীন।
সাবেক এই স্বরাষ্টমন্ত্রী ও বর্তমানে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে নিশ্চিত করেন তার ভাগ্নে মজিবুর রহমান।
তিনি জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। । প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর প্রতিনিয়ত রাখছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয় কামনা করেছেন ভাগ্নে মজিবুর রহমান।
এদিকে সাহার খাতুনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে হলে ১৮ জুন তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
