নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ৭ মার্চ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ মার্চ উদযাপন উপলক্ষে। উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে ৭ মার্চ উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ৭ মার্চ উদযাপন উপলক্ষে আজকের প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন,জাতির পিতার ৭ মার্চের ভাষণ এদেশের স্বাধীনতার মূল প্রেরণা। এই ভাষন কোটি কোটি মানুষকে মৃত্যুর ভয় উপেক্ষা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা যুগিয়েছে।তাই বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কো ইতিমধ্যে ভাষণটিকে ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড’ রেজিস্টার অন্তর্ভুক্ত করেছে।
নারায়ণগঞ্জ নানা উদ্যোগ স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে করা হবে। সভায় নারায়ণগঞ্জে জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি ও ব্যসারকারি কর্মকর্তাগান উস্থিত ছিলেন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
