নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়াইহাজারে শিল্পি আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আড়াইহাজার উপজেলার সত্যভান্দী এলাকার মৃত সুমনের স্ত্রী। araihazar news newsnarayanganj24, live narayanganj, prewssnarayanganj
গতকাল সোমবার দিবাগত রাত ১২ টার দিকে সত্যভান্দী ভূঁইয়া বাড়ির পেছনে থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
১৪ জুলাই মঙ্গলবার সকালে লাস উদ্ধার করার বিয়য়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার এসআই শফিকুল জানান, প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে।
মঙ্গলবার-নারায়ণগঞ্জের গত ২৪ ঘন্টায়র করোনা আপডেট জানতে এখানে ক্লিক করুন
পারিবারিক সূত্রে জানা গেছে, শিল্পি আক্তার ২ সন্তান রয়েছে। গত কয়েক বছর আগে তার স্বামীকে কর্মক্ষেত্রে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছিল।