দুই ফেরির সংঘর্ষ

দুই ফেরির সংঘর্ষ, নিহত ১-আহত সহ রয়েছে নিখোজ সংবাদ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আবারও ২ ফেরিরর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনস্থলেই নিহত হয়েছে একজন ও আহত হয়েছে প্রায় ১০ জনের অধিক। 

দুই ফেরির সংঘর্ষে ফেরিতে থাকা থাকা ৮-১০টি গাড়ির ক্ষতি হয় এবং পিকআপ ভ্যানচালক নিহত হয়েছে ও নদীতে পড়ে যাওয়ার পর একজন নিখোঁজও রয়েছেন।

আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু



১৯ জুন রবিবার ভোর  ভোর পৌনে ৪টার দিকে শরীয়তপুরের শিমুলিয়া-মাঝিকান্দি রুটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরে পাশাপাশি অনেকেই ফেরি থেকে পানিতে পড়ে যায়। এখনো পর্যন্ত ১ জন নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যাক্তির নাম মো. খোকন, তিনি পেশায় ভ্যানচালক। তার বাড়ি ঝালকাঠি।



জানা গেছে,রাত থেকেই পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত ছিল, রোকেয়া ও সুফিয়া কামাল নামে দুই ফেরি নিয়ন্ত্রণ রাখতে পারেনি ভোররাতের দিকে ।

বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি সুফিয়া কামালের সঙ্গে আমার ফেরির মুখোমুখি সংঘর্ষ হলে আমার ফেরিতে থাকা থাকা ৮-১০টি গাড়ির ক্ষতি হয় এবং পিকআপ ভ্যানচালক নিহত হয়েছে ও নদীতে পড়ে যাওয়ার পর একজন নিখোঁজও রয়েছেন।



ফেরি সুফিয়া কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান নদীতে প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি জানাণলেও যাত্রীরা জানায় মাস্টাদের অবহেলার কারনেই এ সংর্ঘষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*