নারায়ণগঞ্জ বাণী২৪ঃ পরপারে চলে গেছেন দেশের প্রখ্যত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর । ৬ জুলাই সোমবার সন্ধ্যায় রাজাশাহীর মহিষাবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি ইহলোক ত্যাগ করেন।
দির্ঘ দিন ধরে এন্ড্রু কিশোর ব্লাড ক্যান্সারে অক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। ১১ জুন তিনি সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসেন।
দেশে ফেরার পর থেকে তিনি রাজশাহী তার বোনের বাসায় অবস্থান করছিলেন। সেখানে তার বোন জামাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস তাকে দেখাশোনা করছিলেন।
কয়েকদিন ধরে তার শারিরিক অবস্থার অবনতি হলে সোমবার তিনি ইহলোক ত্যাগ করেন।
আরও পড়ুন নিচের লিংকে ক্লিক করে….
- নারায়ণগঞ্জে নতুন এএসপি টি এম মোশারফ
- সোমবার-দেশে করোনায় মৃত্যু আরও ৪৪ জনের-বিস্তারিত
- হজে এবার স্পর্শ করা যাবেনা কাবা শরীফ ও হাজরে আসওয়াত পাথর
- সোমবার-নারায়ণগঞ্জের সার্বশেষ করোনর খবর জানতে এখানে ক্লিক করুন-
- আড়াইহাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
NarayanganjBani24.com NarayanganjBani24.com
