Narayanganjbani24

নারায়ণগঞ্জে ছাত্রলীগের কর্মীসভায় নেতাকর্মীদের ঢল-Narayanganjbani24

Narayanganjbani24: মিছিলের নগরীতে পরিণত হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত নারায়ণগঞ্জ ছাত্রলীগের কর্মসূচি। অনুষ্ঠানস্থল শহরের অক্টোফিস শামসুজ্জোহা স্টেডিয়াম মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে।

শনিবার দুপুরে ২টা থেকে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন স্পট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজির হচ্ছেন স্টেডিয়ামে।




নারায়ণগঞ্জে ছাত্রলীগের এই কর্মীসভাকে কেন্দ্র করে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। শহরে আনাচে-কানাচে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও এমপি শামীম ওসমানের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। জয় বাংলা স্লোগানে স্লোগানে মুখরিত জেলার রাজপথ।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিকেল তিনটায় স্টেডিয়ামে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল নেমেছে। পৌনে ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মিছিলের বহর অনুষ্ঠানস্থলের দিকে ছুটছে।



অনুষ্ঠানস্থল থেকে ছাত্রলীগ নেতা কায়সার আহমেদ জানান, আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের দেওয়া কর্মসূচিতে নারায়ণগঞ্জ ছাত্রলীগের লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও মহানগরের প্রায় ৪ হাজার স্পট থেকে আড়াই হাজার করে নেতাকর্মী উপস্থিতির জন্য আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার-প্রচারণা চালিয়েছি। আমরা অনুষ্ঠানস্থল মাঠের বাইরেও নেতাকর্মীদের অবস্থানের জন্য কিছু জায়গা নির্ধারণ করে রেখেছি।



এদিকে সভার আগে দুপুর ১টায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আজকের অনুষ্ঠানে আমরা মঞ্চে নয়, দর্শক সারিতে থাকার ইচ্ছা পোষণ করেছি। আর দর্শক সারিতে থেকে দেখতে চাই, বর্তমান প্রজন্ম ছাত্রলীগ ও তরুণরা কীভাবে আগামীতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে। আমরা মূলত আজকে দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

narayanganjbani24

নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে ঘরের বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ গৃহবধুর মৃত্যু হয়েছে। ৩ জনের মৃত্যু হলেও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।