ওরাও হাসতে জানে!

২০১৭ সালে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকে কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে দেশে অবস্থান করছে ১১ লাখের বেশি। রোহিঙ্গা শরনার্থী শিবিরে রয়েছে  অসংখ্য ‍ শিশু। ভবিষ্যত অনিশ্চিত জেনেও কাটিয়ে দিচ্ছে সময়। শিশুদের কিছু মূহৃর্ত তুলে ধরা হলো।

 

দুই বন্ধু গলায় জড়িয়ে ধরে স্কুলের পথে হাঠছে। ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ইউনিসেফ এর উপহার দেয়া ব্যাগ কাধে করে হেটে বেরাচ্ছে রোহিংগা ক্যাম্পের ভিতর স্কুলের পথে। এরা শিশু এদের ও ভবিষ্যৎ রয়েছে, তবে এদের সুস্থ ভবিষ্যৎ কামনা করছি।

ফুটবল খেলায় মেতে উঠেছে রোহিংগা শিশুরা। সারাদিন তাদের হয় ক্ষুধার ভয় অথবা গুলির ভয়ে কাটাতে হয়, তবে একটার ভয় ও বাস্তবে থাকে না। কারন বাংলাদেশ সেনাবাহিনী উখিয়ার রোহিংগা ক্যাম্পে সুষ্ঠ সুন্দর ভাবে তাদের খাবার ব্যবস্থা সহ সকল ব্যাবস্থা করে দিচ্ছে।

চার ভাই এর সময় যেন কাটছেই না। মা গিয়েছেন দুপুরের খাবার আনতে, আর এদিকে তারা অপেক্ষার প্রহর গুনছে ঘরের বাহিরে শুয়ে-বসে। ক্যামেরা দেখে যেন একটু হাস্যোজ্জ্বল চেহারা টা লুকানোর চেষ্টা করলো। রোহিংগা শিশুদের ভবিষ্যৎ নিশ্চিতায়নে কাজ করে যাচ্ছে বাংলদেশ সরকার।

হাতে খাবার তবুও কিসের ভয়? ছোট্র শিশুরাও দিন কাটাচ্ছে আতংকে।

আনমনা হয়ে বসে আছে এক রোহিংগা শিশু 

 

ভাই কে যত্ন নিচ্ছে বোন। এমন দৃশ্য বিরল নয়। তবে রোহিংগা শিশুদের মাঝে একাত্মতা একটু বেশি দেখা যায়। তবে তাদের চোখ মুখে এক আতংকের আভাসগুলো ভাস্যমান।

দুই ভাই-বোন বসে আছে এক সাথে। সারা শরীর জুড়ে ধুলোবালি,  বাবা কে তারা হারিয়েছে বাংলাদেশে ফিরে আসার সময়। মা বের হয়েছে তাদের খাবার এর সন্ধানে, সেই অপেক্ষার প্রহর গুনছে তারা। 

তীব্র রোদের মধ্যেও বাঁশের সাকোর উপর বসে আছে। হয়তো ভাবছে কবে ফিরে যাবে নিজ ঘরে, কবে ফিরে যাবে নিজ পরিবারের কাছে। পরিবার হারানোর সেই কষ্ট হয়তো আজও তার মনের মধ্যে কুকড়ে খাচ্ছে।

চোখে মুখে এতো কিসের ভয়? কেউ কি মারবে? ক্যামেরা বন্দী করার আগে হাসি মুখ টাও হঠাৎ করেই আতংকে ভয়ে কেপে উঠলো কেনো? 
তারা কি এখনো ভয়ে আছে? শিশুরা আসলেই ভয়ে আছে।

জামিলা(ছদ্মনাম) বয়সঃ১২। হাসি দেখে মনে হয়না কোনো শরনার্থী শিবিরে রয়েছে। তার বাবা-মা। খাবার আনার জন্য গিয়েছে। সে বাড়িতে একাই আছে। অনিশ্চয়তায় এগোচ্ছে রোহিংগা শিশুদের ভবিষ্যত। জামিলা নিজেও হয়তো জানে না। তার ভবিষ্যতে কোথায় হবে ঠাই।

ছবি: রেদোয়ান ইসলাম

লোকেশন: রোহিংগা ক্যাম্প উখিয়া, কক্সবাজার, বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনা ভাইরাস প্রতিরোধে শিশুদের ভিন্নধর্মী উদ্যোগ

রেদোয়ান ইসলাম: করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে সারা বিশ্ব যখন থমথমে অবস্থানে ঠিক সেই মূহুর্তে খুলনা-বাগেরহাটের ডুমুরিয়া অঞ্চলের শিশুরা নিয়েছে ভিন্ন ধরনের উদ্যোগ। প্রায় দেড় বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অতিষ্ঠ হয়ে গেছে শিক্ষার্থীরা।