নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহামারী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন মাসরাফি বিন মরতুজা। গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফি। এছাড়া আর কোন উপসর্গ ছিলনা তার।
নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বাড়িতেই আপাতত আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার বাড়ির সবাই আপাতত সুস্থ রয়েছেন,দেখা দেয়নি এখনো করোনার কোন লক্ষন।
করোনা উপসর্গ জ্বর,গলা ব্যাথা হওয়ার পর গত রাতে তিনি নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষায় আজ তার করোনা পজেটিভ এসেছে
১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা রিপার মেয়ে আগামীর করোনা পজিটিভ আসার পর থেকে তার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওয়ানডের সফলতম অধিনায়কের করোনা পজেটিভ সংক্রমণ শুরু থেকেই সামনে থেকে লড়ছিলেন মাশরাফি। দেশের প্রথম করোনা মুক্ত জেলা গড়তে সফল হয়েছিনে মাশারাফি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
