কমিটি

নারায়ণগঞ্জে টেস্ট কিট সংকট-গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ১০৪,নতুন শনাক্ত ৪০

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় দেশের অন্যতম রেড জোন নারায়ণগঞ্জ হলেও দেখা দিয়েছে করোন টেষ্ট কিটের সংঙ্কট। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়েছে ৪০ জন ।

২০ জুন রবিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

নারায়ণগঞ্জ ৩ শত শয্যা হাসপাতালে করোনা টেষ্ট কিট না থাকায় গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা।


গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের ‍রুপগঞ্জ উপজেলায় ১০৯ টি নমুনা সংগ্রহ ছাড়া অন্য কোন উপজেলা ও সিটি এলাকায় নমুনা সংগ্রহ করা হায়নি।

গত ২৪ ঘন্টায় নতুন  করে নারায়ণগঞ্জে সিটি এলাকায় ১০ জন , রুপগঞ্জে ১৩ জন, সোনারগাঁয়ে ১২ জন, বন্দরে ৫ জন সহ মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪০ জন। তবে করোনার ২ রেড জোন আাড়াইহাজার ও নারায়ণগঞ্জ সদর উপজেলায় আক্রান্ত হয়েনি কেউ।


নতুন ৪০ জন সহ নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৩০ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ১০০ জন। নারায়ণগেঞ্জে করোনা সংক্রমনের শুরু থেকে এখনো পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৬০৭ টি যার মধ্য মোট আক্রান্ত ৪৫৩০ জন।

তবে নারাণয়গঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৯৮৬ জন।

 আরও খবর পড়ুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*