চট্টগ্রাম

চট্রগ্রামে ঈদের আগে খুলছেনা যে ১১ টি অভিজাত শপিং সেন্টার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ চট্টগ্রাম নগরীর ১১ অভিজাত শপিং সেন্টার করোনাভাইরাস প্রাদুর্ভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে। ৮ মে শুক্রবার নগরীর বিভিন্ন শপিং সেন্টার দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জানা গেছে, করোনায় সংক্রামন ঠেকাতে ঈদের আগে শপিংমল খোলার ব্যপারে গরীর মিমি সুপার মার্কেট পার্কিং প্রাঙ্গনে চট্টগ্রামের ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী নেতারা বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় শপিংমল না খোলার ব্যাপারে।

এ মার্কেটগুলোর অন্যতম হচ্ছে…

  • সানমার ওশান সিটি
  • মিমি সুপার মার্কেট
  • ফিনলে স্কয়ার
  • আফমি প্লাজা
  • চিটাগাং শপিং কমপ্লেক্স
  • কল্লোল সুপার মার্কেট
  • আমিন সেন্টার
  • সেন্ট্রাল প্লাজ
  • খুলশী কনকর্ড টাউন সেন্টার

শনিবার নিচের মার্কেটগুলো বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত হবে..

  • নিউ মার্কেট
  • আখতাররুামান সেন্টার
  • ইউনেস্কো সিটি  সেন্টার
  • সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট
  •  লাকি প্লাজার

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সিএমপি

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিএমপি উপ-কমিশনার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান।