ডেথ নোট অ্যানিমে : শর্ট রিভিউ

ক্রিটিক : তাজওয়ার জাহিন

মনে করেন আপনি একজন কলেজ ছাত্র । আপনি আপনার ক্লাসের ফার্স্ট বয়। আপনি আপনার কলেজেও অনেক ফেমাস । আপনার বাবা পুলিশের কমিশনার । এখন আপনি হঠাৎ করে একদিন এমন একটি খাতা পেলেন যেখানে যেকোনো ব্যক্তির নাম লিখলে সেই ব্যক্তি মারা যায় । আপনি সেই খাতা দিয়ে কি করবেন তা আমি জানিনা তবে Light Yagami যা করে তা অভাবনীয় ।লাইট যে শহরে বসবাস করে সেই শহরে অনেক ক্রিমিনাল আছে যারা বিভিন্ন নাশকতামূলক কাজ করে । Light এই বিশেষ খাতা পেয়ে আস্তে আস্তে সকল ক্রিমিনালকে মেরে ফেলা শুরু করে । যেহেতু লাইটের বাবা পুলিশের কমিশনার সেহেতু Light খুব সহজেই তার বাবার কম্পিউটারের ডাটাবেজ থেকে ক্রিমিনালের নাম সংগ্রহ করতে থাকে । পুলিশ বিভাগ অবাক হয়ে যায় এভাবে এত ক্রিমিনালের মৃত্যু দেখে । সব থেকে অদ্ভুত বিষয় হলো এই বিশেষ খাতায় যার নাম লেখা হয় সে Heart Attack করে মারা যায় । এত criminal এইভাবে হার্ট এটাক করে মারা যাওয়া পুলিশের কাছে সন্দেহজনক লাগে এবং তারা এটার তদন্তে নামে, কিন্তু তারা তদন্ত করে কিছুই পায় না অবশেষে তারা এর সমাধানের জন্য বিশ্বের এক নম্বর গোয়েন্দাকে ডেকে আনে যার নাম L । তদন্তের প্রথমদিনই L একটি টিভি সম্প্রচারে এসে চ্যালেঞ্জ করে যে সে মানুষের এই অদ্ভুত মৃত্যুর সমাধান করবে । Light সঙ্গে সঙ্গে তার বিশেষ খাতার মাধ্যমে L কে মেরে ফেলে । কিন্তু আসলে কি L মরে ? ওইটা এল ছিল না ওইটা ছিল L এর বডি ডাবল । যেহেতু Light L এর আসল নাম জানে না সেহেতু সে L কে মারতে পারেনা অন্যদিকে L আস্তে আস্তে তদন্তের মাধ্যমে লাইট এর কাছে চলে আসতে থাকে । ও এতক্ষন ধরে তো বলাই হয় নাই আমরা যে বিশেষ খাতার কথা বলছি সেটার নামই হলো Death Note । এটা আসলে মৃত্যুর দেবতা Shinigami দের কাছে থাকার কথা কিন্তু বছরের পর বছর মানুষের জান কবজ করে একজন Shinigami ক্লান্ত হয়ে যায় এবং সে একটু মজার জন্য এই Death Note পৃথিবীতে ফেলে দেয় এবং সে ঠিকই মজা পায় । সে সব সময় Light সাথে সাথে থাকে এবং Light কি করে তা দেখে এমনকি সে Light এর সাথে কথাও বলতে পারে । । অবশেষে কি Light L কে মেরে ফেলে নাকি এল Light কে L ধরে ফেলে ? সেটা আমি বলবো না সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে Death Note টি ।

আই এম ডি বি : ৪.৬/১০

রোটেন টমেটোস : ৪১%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*