তাজমহল
তাজমহলে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা ,বন্ধ রাখা হয়েছে অজুখানা

তাজমহলে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা ,বন্ধ রাখা হয়েছে অজুখানা

নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ তাজমহলে নামাজ পড়ায় নিষেধাজ্ঞা ,বন্ধ রাখা হয়েছে অজুখানা। ইন্ডিয়ার অাগ্রায় মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন  তাজমহল। গত রবিবার থেকে মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন  তাজমহলে নামাজ পড়ার উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা ।

ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানায়, গত জুলাইয়ে স্থানীয় প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট তা বহাল রাখেছে। আমরা সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ণ করেছি মাত্র। তাজমলের নিরাপত্তার স্বার্থে এর মসজিদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)

শুক্রবার তাজমহল বন্ধ থাকার করনে স্থানিয়রা তজমহলের মসজিদে নামাজ আদায় করবে পাড়ত। তাজমহল

পরিদর্শন কারীরা তাজমহলে নামাজ আদায় ও মসজিদ পরিদর্শন  করতে পাড়ত সপ্তাহের অন্য দিনগুলিতে।

এ নিষেধাজ্ঞা ফলে শুক্রবার ব্যাতিত তাজমহলের ভেতর কেউ নামাজ আদয় করতে পরবেনা।

তাজমহলের ইন্টিজামিয়া কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হোসেন জাইদি বলেন, হটাৎ এমন আদেশে আমরা

হতাস। দীর্ঘদিন জাবত তাজমহল পরিদর্শন কারীরা এখানে নামাজ আদায় করে আসছে। আমি প্রত্নতাত্ত্বিক জরিপ

বিভাগের কাছে বিষয়টি তুলে ধরব। এ নিষেধাজ্ঞা প্রত্যহারের ব্যপারে।

এদিকে গক রবিরার রাত থেতে বন্ধ করে দেওয়া হয়েছে তাজমহল মসজিদের ওজু খানা।

সুত্র-বিডিপ্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Narayanganj news

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবাইদুল কাদের সহ সবাই-দরকারনেই নেতা তৈরির কারখানা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামি লীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের। হটাৎ করেই ওবাইদুল কাদেরের