করোনার সর্বশেষ আপডেট

নারায়ণগঞ্জে আবারো করোনার রেকর্ড-গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৫২

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে গত কয়েক দিনে করোনায় আক্রান্তের সংখ্যা কম হলেও হঠাৎ আররো করোনার সংক্রমনের সংখ্যা বেড়েছ ভয়ানক আকারে। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১ দিনে সর্বোচ্চ ১৫২ জন।
এ নিয়ে ৩০ মে শনিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ২ হাজার ৬৮৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৭৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৭৩৬ জন।


৩০ মে শনিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

জলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৬ জনের। এ নিয়ে জেলায় মোট ১১ হাজার ৩২৫ জনের নমুনা সংগহ করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় কোভিট-১৯ পজেটিভ এসেছে ১৫২ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় গত ২৪ ঘন্টায় ৩৭ জন সহ ১ হাজার ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৫১ জন এবং সৃস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৩৯ জন। আড়াই হাজার উপজেলায় গত ২৪ ঘন্টায় ২১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৪০ জন। আক্রান্তদের মধ্যে কারো মৃত্যু হয়নি। উপজেলায় এ পর্যন্ত সুন্থ্য হয়ে বাড়ি ফিরেছে মোট ৩০ জন।

বন্দর উপজেলায় ( ৫টি ইউনিয়ন) গত ২৪ ঘন্টায় ২ জন সহ ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৩ জন। রুপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৬৩ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩০৭ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৮ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গত ২৪ ঘন্টায় ১১ জন সহ ৮৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৭ জন মৃত্যু বরণ করেছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২২৬ জন। সোনারগাঁ উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৮ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২১৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি হয়েছে মোট ২০ জন।

আরও খবর পড়তে নিচের লিংকে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*