কারাদণ্ড

নুসরাতের ভিডিও ছড়ানো মামলায় ওসি মোয়াজ্জেমের ৮ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাতের বক্তব্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে দেওয়া মামলায় সাবেক ওসি মোযোজ্জেমকে ৮ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

২৮ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনেকে  দু’টি ধারায় মোট ৮ বছরের কারাদন্ড ও ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

রায়ে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের ২৬ ধারায় মোয়া‌জ্জেম‌কে পাঁচ বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং ২৯ ধারায় তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড আরো একটি ধারার অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস প্রদান করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কারাদন্ড

সোনারগাঁয়ে করোনা নিয়ে গুজব ছড়ানোয় এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বাণী১৪.কমঃ সোনারগাঁয়ে করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।