ব্রেইন স্ক্যানকারী হেলমেট, বলে দিবে মনের অবস্থান

ব্রিটিশ বিজ্ঞানীরা ব্রেইন স্ক্যান করতে সক্ষম  হেলমেট তৈরি করেছেন। এটি এপিলেপসি রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিটি স্কেনের বিপরিতে  বসেই হেলমেটটি পরে ব্রেনের পরীক্ষা করা যাবে। চাইলে পরীক্ষা চলার সময় চলাফেরাও করা যাবে। খবর ডেইলি মেইল। মানুষের মনের প্রকৃত অবস্থা জানার এ আবিষ্কারের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তাছাড়া, সম্প্রতি আমেরিকার কার্নেগি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন, একজন মানুষের মনে কী সুখ, দুঃখ, রাগ নাকি ঈর্ষা বিরাজ করছে, তা ব্রেইন স্ক্যানের মাধ্যমে মুহূর্তেই জানা যাবে। তবে এর মধ্যে কারো মনে সুখী অবস্থা বিরাজ করলে  নির্ণয় করা যায়। কিন্তু কেউ ঈর্ষান্বিত ব্রেইন স্ক্যানের মাধ্যমে নির্ণয় করা তুলনামূলকভাবে কঠিন বলে গবেষকরা যানিয়েছেন । কার্নেগি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং গবেষক দলের প্রধান কারিম কাসাম বলেন, যে ব্যক্তি তার মনের অবস্থা প্রকাশ করতে পারে তা ব্রেইন স্ক্যানের মাধ্যমে জানা যাবে।  আচরণের কারণে ওই ব্যক্তি কোন ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা স্বল্প প্রয়াসেই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাহফুজুর রহমান কালাম

এবার মাহফুজুর রহমান কালামকে কিছু দিতে চায় সোনারগাঁও তৃনমূল আওয়ামিলীগ

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: এবার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের