সোনারগাঁয়ে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে র্শীষ মাদক ব্যাবসাই নিহত।

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারয়ণগঞ্জের সোনারগাঁয়ে আলী নুর নামের এক তালিকা ভুক্ত লী নুর নামের এক মাদক ব্যাবসাই পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ‍নিহত অালী নুরের নামে থানায় ১৬ টি মাদক ও ৪ টি অনান্য মামলা রয়েছে। নিহত মাদক ব্যাবসাই আলী নুর সোনারাগাঁও উপজেলার মোগড়াপারা ইউনিয়নের বাড়ী মজলিশ গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর রবিবার ভোরে  নিহত অালী নূররের খোজ পেয়ে তাকে আটক করার জন্য পুলিশ অভিযান চালায়, এর পর অালী নুর টের পেয়ে পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়লে আলী নুর নিহত হয় । ঘটনা স্থল থেকে ৩০০ পিছ ইয়াবা, একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও দেড় কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ।

এর আগে  নিহত মাদক ব্যাবসাই আলী নুরের সংবাদ প্রদান কারীর নামে ১০০০০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করা হয়েছিল পুলিশ সুপারের পক্ষ থেকে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার (ডিএসবি) ফারুখ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কে হচ্ছেন নারায়ণগঞ্জ-৩ এর নৌকার মাঝি.? মাঠে কায়সার, চমকের অপেক্ষায় মোশারফ।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁয়ে) আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝর বইছে।