নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ৩য় বারের মতো বিয়ে করেছে শমী কায়সার। পরিবারিক ভাবে ৮ আক্টোবর তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে শমী কায়সারের পরিবার থেকে। শমী কায়সারের ৩য় তম বড়ের নাম রেজা আমিন সুমন। রেজা আমিন সুমন পেশায় একজন ব্যবসায়ী।
আরে আগে শমী কায়সার ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জী রিঙ্গোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মাত্র ২ বছরের ভেঙ্গ যায় শমী ও আর্ণববের সংসার ।
এরপর আবারো ঘট বাধতে চান তিনি। মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন ২০০৮ সালের ২৪ জুলাই। কিন্ত সেখানেও নানা সমস্যার কারনে বিবাহ বিচ্ছেদ ঘটে।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
