নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা ভাইরাস প্রতিরোধে সকল জনগনের মাস্ক ব্যাবহার নিশ্চিত করার জন্য ভুমিকা পলনের আহবান জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
১৯ জুন শুক্রবার তার নিজস্ব ফেসবুক বার্তায় তিনি এ আহবান জানান।
সকলকে মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে ভুিমকা পালন করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সকল জনগনের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে ভুিমকা রাখুন।
আপনার সামান্য একটু আন্তরিকতা পারে অসংখ প্রাণ বাঁচাতে। যেমন মাস্ক না পরা ব্যক্তিকেঃ-
১. মাস্ব ব্যাবহারে অনুরোধ করুন, উপহার দিন।
২. কোন কথা/সেবা/বিনিময়/বিক্রির আগে মাস্ক ব্যাবহার নিশ্চিত করেন।
৩. অভিভাবক নিজ সন্তানকে মাস্ক ব্যবহার নিশ্চিত করুন এবং এটি অভ্যাসে পরিনত করুন।
৪. আইন প্রয়োগের জন্য সকলকে সহযোগীতা করুন।
অনেকেই মাস্ক ব্যবহার করে করোনা সহ অনেক অসুখ থেকে নিরাপদ আছেন উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আসুন স্বাস্থ্য বিধি মানি এবং করোনা ভাইরাস প্রতিরোধে সবাই সচেতন হই।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
