নাজাতের “তিনটি” বিশেষ আমল।

রেদোয়ান ইসলাম সুস্মিতঃ রমজানের শেষ ১০ দিনের আমল।

০১ঃ প্রতিদিন এক দিরহাম( এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল কদর এর মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর (১০০০ মাস) পর্যন্ত এক টাকা করে দান করার সওয়াব পাবেন।

০২ঃ প্রতিদিন দু রাকাত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দু রাকাত সালাত আদায়ের সওয়াব পাবেন।

০৩ঃ প্রতিদিন তিনবার সূরা ইয়াসিন পাঠ করুন যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক কুরআন খতম এর সওয়াব পাবেন।

উপরের কথা গুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। যারা আপনার কথা শুনে আমল গুলো করবে আপনিও তার আমলের সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ্‌।

কারন রাসূলে কারীম ( সা:) বলেছেন “ ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমান সওয়াব পাবে, কিন্তু আমলকারীর সওয়াবে কোনো ঘাটতি হবে না। – মুসলিম ২৬৭৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

সিয়াম বা রোজা সম্পর্কিত কোরআন ও হাদীস শরীফের বিবরণ।