নারায়ণগঞ্জ বাণী২৪.কম: ফতুল্লায় করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মৃত্যুবরন করেছেন। বৃহস্পতিবার রাত ১২ টায় সিদ্ধিরগঞ্জ থানায় কাচঁপুর ব্রিজ সংলগ্ন এ সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
মৃত গিয়াস উদ্দিন কুতুবআইল এলাকার মৃত কালু ড্রাইভারের ছেলে। তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সদস্যও ছিলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ১২ টায় তার মৃত্যু হয়।
নাহিদা বারিক আরও জানায়, মৃত গিয়াস উদ্দিনের মৃত্যুর খবর শুনে তার পরিবারের সাথে যোগাযোগ করার পর তারা জানায়,সে হার্ট এ্যাটাকও করেছিলেন । লাস তার পরিবার নিয়ে গেছে বলেও জানান তিনি। তার মৃত দেহ স্থানীয় ভাবে দাফর করা হবে বলেও তিনি জানান।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
