রক্তের গ্রুপে করোনা আক্রান্তের মাত্রা

যে রক্তের গ্রুপে করোনা আক্রান্তের মাত্রা অতি কম

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিস্কারের জন্য প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছে সারাবিশ্ব। কেউ আবার বলছে বিভিন্ন ওষুধে করোনা দুর্বল হয়ে পড়ার কথা। 

বাস্তবে তার কোনা প্রমান না পাওয়া গেলেও করোনা ভাইরাসে আক্রান্তদের ৯০ ভাগ সুস্থ্য হচ্ছে সাধারন কিছু নিয়ম মেনে।

মানব দেহে থাকা রক্তের রয়েছে কয়েটি গ্রুপ । আর মহামারী করোনা ভাইরাসের আক্রামন থেকে বিশেষ কয়েকটি গ্রুপ রক্ষা করছে। এমনটাই দাবী করেছেন  বিজ্ঞানীরা।


বিজ্ঞানীরা বলছেন রক্তের গ্রুপের কারনে করোনায় সংক্রমনের হার কম-বেশি হয়ে থাকে। ৭ লাখ ৫০ হাজার মানুষকে নিয়ে গবেষণা করে জেনেটিং টেস্টিং কোম্পানি ২৩ অ্যান্ডমি’র গবেষকেরা জানিয়েছেন ‘ও’ গ্রুপ রক্তের মানুষেরা অন্যদের তুলনায় ১৮ শতাংশ কম করোনায় আক্রান্ত হচ্ছেন।  করোনায় আক্রান্তদের  সংস্পর্শে আসা ও’ গ্রুপ রক্তের মানুষেরা অন্য রক্তের গ্রুপের তুলনায় ২৬ শতাংশ কম আক্রান্ত হয়েছেন।


এজন্য গবেষকরা বলছেন করোনা সংক্রমনের ক্ষেত্রে ও’ গ্রুপ রক্তের সাথে কোন যোগসূত্র থাকতে পারে।

নারায়ণগঞ্জের গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি জানতে এখানে ক্লিক করুন

তবে ডেইলি মেইল বলেছে,  এই গবেষণাটির ফলাফল এখনো বিশ্লেষণ কিংবা কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি।

মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন

গবেষকদের বিবৃতিতে বলা হয়েছে আমার প্রাথমিক ভাবে আমরা এই তথ্যটি নিশ্চিত হয়েছি,গবেষনা চলছে। আশা করছি খুব শিগ্রই গবেষণার মাধ্যমে সংক্রমণের পার্থক্য ভালোভাবে বুঝতে পারব।

তবে চিনে মোট করোনা আক্রান্তেদের মধ্যে ২৫ ভাগ ও”গ্রুপের ব্যাক্তি ও ৪৫ ভাগ এ” গ্রুপের ব্যক্তি বলে জানিয়েছিল চিন গবেষকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*