নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ৩ জুন বুধবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘন্টায় ৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে এ উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে আরও ২৮ জন।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে ৩রা জুন বুধবার পর্যন্ত সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯৩১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে এ পর্যন্ত ১৮ জন।
৩রা জুন বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা থেকে ৯৭ জন সহ এ উপজেলায় মোট ৩ হাজার ৩৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে ২৮ জনের।
এ নিয়ে বুধবার পর্যন্ত সদর উপজেলা এলাকায় গত ২৪ ঘন্টায় ২৮ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯৩১ জন। করোনায় আক্রান্তদের মধ্যে হয়ে মৃত্যু বরণ করেছে মোট ১৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২৪৮ জন।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
