সৌদিতে যৌন নির্যাতনের শিকার সোনারগাঁয়ের মেয়ে-দেশে ফেরাতে দরিদ্র বাবার আকুতি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ই্উনিয়নের সিংলাব গ্রামের মুন্নি আক্তার গৃহকর্মী হিসাবে সৌদী আরবে গিয়ে পাশবিক যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ।

১৮ আগষ্ট রবিবার মুন্নির বাবা সিরাজুল ইসলাম নির্যাতিত মেয়েকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন । আবেদনে তিনি উল্লেখ করেন তার মেয়ে মুন্নি আক্তার বাংলাদেশ সরকার ও সৌদি আরবের সব নিয়ম কানুন মেনে এবং প্রশিক্ষণ নিয়ে গৃহকর্মী হিসাবে বৈধভাবে গত ২ জুন ২০১৯ইং তারিখে সৌদি আরবের মদিনায় গমন করে। তার পাসপোর্ট নম্বর-বি পি ০০১২৫০৪, ভিসা নম্বর- ৬০৫৯৩৮১৬২৮ ও তারিখ ৩০.০৪.২০১৯।

দরিদ্র পরিবারে সচ্ছলতা ফিরাতে আশা নিয়ে তার মেয়ে সুদূর সৌদী আরবে একটি পরিবারে গৃহকর্মী হিসাবে যোগদান করে। বিধিবাম যোগদানের কিছুদিনের মধ্যে মেয়ে মোবাইলে ফোন করে তাদের পরিবারকে জানায় গৃহ কর্তা ও তার ছেলে কতৃক তার উপর পাশবিক নির্যাতন চালানোর খবর। মুন্নি তার বাবা মাকে জানায় তার উপর প্রথমে শারিরিক নির্যাতন চালায় পরে গৃহকর্তা এবং তার যুবক ছেলে পালাক্রমে যৌন নির্যাতন (গণধর্ষণ) চালায়। সহ্য করতে না পেরে বাধা দিলে জলন্ত সিগারেটের আগুন দিয়ে শরিরের বিভিন্ন স্পর্ষকাতর স্থানে ছ্যাকা দিয়ে গভীর ক্ষত তৈরি করে।

কান্নাজরিত কন্ঠে বাবা সিরাজুল ইসলাম বলেন আমার আদরের ধন মেয়েকে জীবিত অবস্থায় সৌদী আরব থেকে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মিনতি করছি ।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জন কুমার সরকার বলেন, লিখিত আবেদন পত্র পেয়েছি আমার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্রুত পাঠানোর ব্যবস্থা করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এমসি কলেজ গণধর্ষণ

৩ বছরের শিশুকে যৌন নির্যাতন-হাসপাতালে ভর্তি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বড়ই খাওয়ানোর লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতন করার ঘটনা ঘটেছে। হাসপতালে প্রাথমিকি চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসা প্রদানের জন্য শিশুটিকে