নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ লিবিয়ার বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যার ‘মূল হোতা খালেদ আল-মিশা।
২ জুন মঙ্গলবার লিবিয়ার গারিয়ান শহরের কাছে বিমান বাহিনীর ড্রোন হামলায় তার মৃত্যু হয়। নিহত খালেদ আল-মিশা লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে লিবিয়ার সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। বাংলাদেশি হত্যাকারী লিবিয়ার,বাংলাদেশি হত্যাকারী লিবিয়ার
এর আগে গত ২৮ জুন লিবিয়ার মিজদা শহরে ২৬ বাংলাদেশি সহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এ ঘটনা আহত হয় আরও ১১ জন বাংলদেশি।
NarayanganjBani24.com NarayanganjBani24.com
