ফিফা ২০১৮ অক্টোপাষ “পল’ পরিবর্তে’ বিড়াল “আ্যকিলিস” নির্ণয় করবে কে হবে বিজয়ী।


নারায়ণগঞ্জ বাণী নিউজঃ ফিফা ২০১৮ এর বিশ্বকাপ  বিজেতার ভবষ্যিদ্বাণী করবে এবার বিড়াল। সেন্ট পিটার্সবার্গেও হার্মিচেজ জাদুঘরে বসবাস কারি এই বিড়ালের নাম আ্যাকিলিস।শারীরিক ভাবে নাদুস-নুদুস হলেও আ্যকিলিস হচ্ছে বধির । আ্যকিলিসের আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে কারা সদ্ধেহ নেই ।

২০১৭ সালে কনফেডারেসন কাপের ভবিষৎ বাণী করে সফলতা অর্জন করে হতেখরি হয় বিড়াল আ্যকিলিসের।
এর আগে বিশ্বকাপ ভবষ্যিদ্বাণী করে দারুন খ্যাতি আর্জন করেছিল “পল” নামের অক্টোপাস। ২০১০ সালে মারা যায় সামুদ্রিক প্রাণী আক্ট্পোস “পল”।

যে ভাবে করা হবে ভবষ্যিদ্বাণীঃ দুটি পাত্রে রাখা হবে একই রকম খাবার ও সামন দুরত্ত। দুই পাত্রের সাথে রাখা হবে ফাইনালে উর্নীত দুই দেশের পতাকা। বিড়াল আ্যকিলিস যে পাত্রের সামনে যেয়ে খাবারে মুখ দিবে, ভেবে নেওয়া হবে সেই দলই জিতবে ফিফা ২০১৮ বিশ্বকাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্যাস

যেসব এলাকায় আজ গ্যাস থাকবেনা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস পাইপলাইনে প্রয়োজনীয় কাজের জন্য আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস