মানুষের মস্তিষ্কের

মানুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর সাতটি বদঅভ্যাস-জানুন,সতর্ক হোন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাথা একটি গুরুত্বপুর্ণ অঙ্গ। মাথার মাদ্যমেই মানুষ তার দেহের সমস্ত কাজকর্ম চিন্তা ধারা পরিচালনা করে থাকে।

ফলে বিভিন্ন সময় অনেকে বিভিন্ন রকমের মাথার সমস্যায় ভুগেন। নানা কারনে মাথায় নানা ধরনের সমস্যার সৃস্টি হয়ে থাকে।


এদের মধ্যে কিছু সমস্যা আছে মানুষের নিজের অজান্তে হয়ে থাকে। কিছু বদভ্যাসের কারনে হয়ে থাকে। এর মধ্যে মানুষের সাতটি অভ্যাস মাথার জন্য ক্ষতিকর।

অভ্যাস গুলো হলো……

১. সকালের নাস্তা ভুলে যাওয়া বা মিস করা।
২. রাতে দেরিতে ঘুমানো।
৩. অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া।
৪. সকালে অধিক পরিমাণে ঘুমানো।
৫. খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা।
৬. ক্যাপ,স্কার্ফ বা মুজা পরে ঘুমানো।
৭. ইচ্ছাকৃতভাবে প্র¯্রাব আটকে বা বন্ধ করে রাখা।

ধবার-নারায়ণঞ্জে করোনায় আক্রান্ত ১০৪-িবিস্তরিত পড়তে ক্লিক করুন

নারায়ণয়ণগঞ্জ হতেপারে করোনায় রেড জোন-সরকারের ঘোষনার অপেক্ষ-ক্লিক করুন

সুখবর-কমছে করোনা ভাইরাসের শক্তি-পড়ুতে ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আড়াইহাজার উপজেলায়

আড়াইহাজারে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩১ জন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নতুন করে জেলায় সর্বোচ্চ আরও ৩১ জন। এ নিয়ে উপজেলায় ৪ জুন বৃহষ্পতিবার